নতুন দিল্লি, ২৬ জুন, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী খার্চি পুজো উপলক্ষে সাধারণ মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহার এক ট্যুইটের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেছেন:
“খার্চি পুজো উপলক্ষে শুভেচ্ছা। আমি প্রার্থনা করছি, চতুর্দশ দেবতার আশীর্বাদ যেন সবসময় আমাদের সঙ্গে থাকে। সবার শান্তি এবং সমৃদ্ধি কামনা করছি।”
CG/MP/AS/
Best wishes on Kharchi Puja. I pray that the blessings of Chaturdash Devata always remain upon us. May there be peace and prosperity all around. https://t.co/Sk3RxPUFFF
— Narendra Modi (@narendramodi) June 26, 2023