নয়াদিল্লি, ২৮ মার্চ, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা খরিফ মরশুম ২০২৫ (০১.০৪.২০২৫ থেকে ৩০.০৯.২০২৫ পর্যন্ত) ফসফেট ও পটাশ সারের জন্য পুষ্টি-ভিত্তিক ভর্তুকির হারের জন্য সার দপ্তরের প্রস্তাবে অনুমোদন দিয়েছে।
ভর্তুকি যুক্ত সাশ্রয়ী এবং ন্যায্য মূল্যের সার যাতে পাওয়া যায়, তা সুনিশ্চিত করাই এর লক্ষ্য। সারের আন্তর্জাতিক বাজারের সাম্প্রতিক প্রবণতার দিকে তাকিয়ে প্রয়োজনীয় ভর্তুকির সংস্থান রাখা হয়েছে।
এনপিকেএস গ্রেড সহ পি অ্যান্ড কে সারের ক্ষেত্রে ভর্তুকি ২০২৫ – এর খরিফ মরশুম (০১.০৪.২০২৫ থেকে ৩০.০৯.২০২৫ পর্যন্ত) অনুমোদিত হারের উপর দেওয়া হবে। কৃষকরা যাতে সাশ্রয়ী মূল্যে সার পেতে পারেন, তা সুনিশ্চিত করার পাশাপাশি সারের বাজার যোগান নিশ্চিত করা এর লক্ষ্য।
SC/AB/SB
देशभर के किसान भाई-बहनों के हित में आज हमारी सरकार ने खरीफ सीजन-2025 के लिए फॉस्फेटिक और पोटाशिक फर्टिलाइजर पर पोषक तत्व आधारित सब्सिडी को मंजूरी दी है। इससे ना सिर्फ अन्नदाताओं को सस्ती दरों पर उर्वरक उपलब्ध होंगे, बल्कि खाद्य सुरक्षा भी सुनिश्चित होगी।https://t.co/7r1Bg8bxis
— Narendra Modi (@narendramodi) March 28, 2025