Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কোরিয়ার রাষ্ট্রপ্রধানেরবিশেষ দূত সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে

s20170616107668


কোরিয়াসাধারণতন্ত্রের প্রেসিডেন্টের বিশেষ দূত মিঃ দোংচি চাং আজ এখানে সাক্ষাৎ করেনপ্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে।

ভারতে বিশেষদূত রূপে মিঃ চাং-কে পাঠানোর জন্য কোরিয়ার প্রেসিডেন্টের প্রশংসা করেন ভারতেরপ্রধানমন্ত্রী। ২০১৫-র মে মাসে তাঁর কোরিয়া সফরের স্মৃতিচারণ প্রসঙ্গে শ্রী মোদী বলেনযে ঐ সময় কোরিয়ার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক এক বিশেষ কৌশলগত অংশীদারিত্বেরপর্যায়ে উন্নীত হয়। উন্নয়নের ক্ষেত্রে কোরিয়া যে ভারতের এক গুরুত্বপূর্ণ সহযোগীএকথারও উল্লেখ করেন প্রধানমন্ত্রী ।

শুধুমাত্রঅর্থনীতি ও বাণিজ্যের ক্ষেত্রেই নয়, প্রতিরক্ষা সহযোগিতার মতো নতুন নতুনক্ষেত্রগুলিতেও এই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও নিবিড় হয়ে ওঠার ঘটনাকে স্বাগত জানানপ্রধানমন্ত্রী। তিনি বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কের প্রসারে প্রেসিডেন্ট মুন-এরসঙ্গে একযোগে কাজ করে যাওয়ার জন্য তিনি প্রতিশ্রুতিবদ্ধ। অদূর ভবিষ্যতে সুযোগ ঘটলেতিনি প্রেসিডেন্টের সঙ্গে পুনরায় আলোচনায় মিলিত হবেন বলে মিঃ চাং-কে অবহিত করেন ভারতেরপ্রধানমন্ত্রী।

PG/SKD/DM/ .