Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কেন্দ্রীয় সরকারি কর্মচারি ও পেনশন প্রাপকদের মহার্ঘভাতা আরও ৩ শতাংশ বাড়ানোর প্রস্তাবে ছাড়পত্র কেন্দ্রীয় মন্ত্রিসভার


নয়াদিল্লি, ১৬  অক্টোবর, ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা কেন্দ্রীয় সরকারি কর্মচারি ও পেনশন প্রাপকদের মহার্ঘভাতা আরও ৩ শতাংশ বাড়ানোর প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে। এতদিন প্রযোজ্য মূল বেতনের ৫০ শতাংশ হারের থেকে আরও ৩ শতাংশ বেশি হারে মহার্ঘভাতা দেওয়া হবে মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখে। বর্ধিত হার প্রযোজ্য হবে ০১.০৭.২০২৪ থেকে। 

সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী এই বৃদ্ধি। এর ফলে প্রতি বছর সরকারের খরচ হবে অতিরিক্ত ৯,৪৪৮.৩৫ কোটি টাকা।

মন্ত্রিসভার এই সিদ্ধান্তে উপকৃত হবেন ৪৯.১৮ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারি এবং ৬৪.৮৯ লক্ষ পেনশন প্রাপক।

    

PG/AC/NS