নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জর্জ কুরিয়ান-এর বাসভবনে বড়দিন উদযাপনের অনুষ্ঠানে যোগ দেন এবং খ্রিস্টান সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে একান্ত আলাপচারিতায় মিলিত হন।
এক্স পোস্টে শ্রী মোদী লিখেছেন :
“কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জর্জ কুরিয়ানজি-র বাসভবনে বড়দিন উদযাপনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম। সেইসঙ্গে খ্রিস্টান সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে একান্ত আলাপচারিতায়ও মিলিত হই।
@GeorgekurianBjp”
PG/MP/NS
Attended the Christmas celebrations at the residence of Union Minister Shri George Kurian Ji. Also interacted with eminent members of the Christian community.@GeorgekurianBjp pic.twitter.com/VnUcfFdupX
— Narendra Modi (@narendramodi) December 19, 2024