Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডির বাসভবনে সংক্রান্তি ও পোঙ্গল উদযাপনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডির বাসভবনে সংক্রান্তি ও পোঙ্গল উদযাপনে যোগ দিলেন প্রধানমন্ত্রী


নতুন দিল্লি, ১৩ জানুয়ারি ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তাঁর মন্ত্রিসভার সদস্য শ্রী জি কিষাণ রেড্ডির বাসভবনে সংক্রান্তি ও পোঙ্গল উদযাপনে যোগ দেন। দেশজুড়ে মানুষ ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে সংক্রান্তি ও পোঙ্গল উদযাপন করে থাকেন বলে তিনি মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, “এটি কৃতজ্ঞতা, প্রাচুর্য ও পুনরুজ্জীবনের উদযাপন, যা আমাদের সংস্কৃতির কৃষি-ঐতিহ্যের গভীরে প্রোথিত রয়েছে।” 

এক্স বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন :

“আমার মন্ত্রিসভার সদস্য শ্রী জি কিষাণ রেড্ডির বাসভবনে সংক্রান্তি ও পোঙ্গল উদযাপনে যোগদান করেছি। এক চমৎকার সাংস্কৃতিক উপস্থাপনারও সাক্ষী হয়েছি।

ভারতজুড়ে মানুষ ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে সংক্রান্তি ও পোঙ্গল উদযাপন করেন। এটি কৃতজ্ঞতা, প্রাচুর্য ও পুনরুজ্জীবনের উদযাপন, যা আমাদের সংস্কৃতির কৃষি-ঐতিহ্যের গভীরে প্রোথিত রয়েছে।

সংক্রান্তি ও পোঙ্গল উপলক্ষে আমার শুভেচ্ছা। সকলের সুখ, স্বাস্থ্য এবং আগামীদিনে শস্যসমৃদ্ধ মরশুমের কামনা করি।” 

@kishanreddybjp

SC/SD/AS