নতুন দিল্লি, ১৩ জানুয়ারি ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তাঁর মন্ত্রিসভার সদস্য শ্রী জি কিষাণ রেড্ডির বাসভবনে সংক্রান্তি ও পোঙ্গল উদযাপনে যোগ দেন। দেশজুড়ে মানুষ ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে সংক্রান্তি ও পোঙ্গল উদযাপন করে থাকেন বলে তিনি মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, “এটি কৃতজ্ঞতা, প্রাচুর্য ও পুনরুজ্জীবনের উদযাপন, যা আমাদের সংস্কৃতির কৃষি-ঐতিহ্যের গভীরে প্রোথিত রয়েছে।”
এক্স বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন :
“আমার মন্ত্রিসভার সদস্য শ্রী জি কিষাণ রেড্ডির বাসভবনে সংক্রান্তি ও পোঙ্গল উদযাপনে যোগদান করেছি। এক চমৎকার সাংস্কৃতিক উপস্থাপনারও সাক্ষী হয়েছি।
ভারতজুড়ে মানুষ ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে সংক্রান্তি ও পোঙ্গল উদযাপন করেন। এটি কৃতজ্ঞতা, প্রাচুর্য ও পুনরুজ্জীবনের উদযাপন, যা আমাদের সংস্কৃতির কৃষি-ঐতিহ্যের গভীরে প্রোথিত রয়েছে।
সংক্রান্তি ও পোঙ্গল উপলক্ষে আমার শুভেচ্ছা। সকলের সুখ, স্বাস্থ্য এবং আগামীদিনে শস্যসমৃদ্ধ মরশুমের কামনা করি।”
@kishanreddybjp
SC/SD/AS
Attended Sankranti and Pongal celebrations at the residence of my ministerial colleague, Shri G. Kishan Reddy Garu. Also witnessed an excellent cultural programme.
— Narendra Modi (@narendramodi) January 13, 2025
People across India celebrate Sankranti and Pongal with great fervour. It is a celebration of gratitude, abundance… pic.twitter.com/avPKmFP1oU
Here are some more pictures from the Sankranti programme. Also lit the Bhogi fire. pic.twitter.com/lmD2m7vqE9
— Narendra Modi (@narendramodi) January 13, 2025