নয়াদিল্লি, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্প: পিএম – সূর্যঘর অনুমোদন করেছে। এর জন্য মোট ব্যয় হবে ৭৫,০২১ কোটি টাকা। ১ কোটি বাড়িতে প্রতি মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দিতে ও ছাদে সৌর প্যানেল বসাতে এই অর্থ ব্যয় করা হবে। চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী এই প্রকল্পটি সূচনা করেন।
এই প্রকল্পের মূল বিষয়গুলি হ’ল –
আবাসিক বাড়ির ছাদে সৌর প্যানেল বসানোর জন্য কেন্দ্রের আর্থিক সহায়তা (সিএফএ):
ক) এই প্রকল্প ২ কিলোওয়াট ব্যবস্থাপনার জন্য ৬০ শতাংশ সিএফএ এবং ৪০ শতাংশ অতিরিক্ত ব্যয় বহন করবে। ৩ কিলোওয়াট পর্যন্ত সিএফএ-কে দেওয়া হবে। বর্তমান মূল্য তালিকা অনুযায়ী ১ কিলোওয়াট ব্যবস্থাপনায় ৩০ হাজার টাকা ভর্তুকি, ২ কিলোওয়াট ব্যবস্থাপনায় ৬০ হাজার টাকা ভর্তুকি এবং ৩ কিলোওয়াট বা তার বেশির জন্য ৭৮ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে।
খ) বাড়িগুলি জাতীয় পোর্টালের মাধ্যমে ভর্তুকির জন্য আবেদন করবে এবং ছাদে সৌর প্যানেল বসানোর জন্য পছন্দ মতো ভেন্ডার স্থির করতে পারবে। জাতীয় পোর্টাল প্রয়োজনীয় তথ্য প্রদান করে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এর মধ্যে সৌর প্যানেলের যথাযথ আকার, উপকারিতা, ভেন্ডারের ব্যয় ইত্যাদি রয়েছে।
গ) বাড়িগুলিতে ৩ কিলোওয়াট পর্যন্ত সৌর প্যানেল বসানোর জন্য ৭ শতাংশ পর্যন্ত কম সুদে ঋণ দেওয়া হবে।
এই প্রকল্পের অন্যান্য বিষয়:
ক) দেশের প্রতিটি জেলায় মডেল সৌর গ্রাম গড়ে তোলা হবে। গ্রামীণ এলাকায় ছাদে সৌরবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার ক্ষেত্রে এই গ্রামগুলি আদর্শ ভূমিকা পালন করবে।
খ) পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান ও নগর এলাকার স্থানীয় প্রশাসন তাদের এলাকায় ছাদে সৌরবিদ্যুৎ প্রতিস্থাপনের প্রচার করে অতিরিক্ত আয় করতে পারবে।
গ) এই প্রকল্প পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রদানকারী কোম্পানীগুলির ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ।
ফলাফল ও প্রভাব:
এই প্রকল্পের সাহায্যে বাড়িগুলিতে বিদ্যুতের বিল কম করা সম্ভব হবে। পাশাপাশি, ডিসকম্ – এ অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করে আয় করা সম্ভব হবে। ৩ কিলোওয়াট ব্যবস্থাপনা থেকে একটি বাড়িতে গড়ে ৩০০ ইউনিটেরও বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।
প্রস্তাবিত এই প্রকল্প আবাসন এলাকায় ছাদে সৌরবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে অতিরিক্ত ৩০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। এর ফলে, ২৫ বছর সময়কালে ৭২০ মিলিয়ন টন কার্বন নিঃসরণ হ্রাস হবে।
এই প্রকল্প উৎপাদন, সরবরাহ-শৃঙ্খল, বিক্রয়, পরিষেবা প্রদান, ওএনএম, প্রতিস্থাপন ক্ষেত্রে প্রায় ১৭ লক্ষ প্রত্যক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে।
পিএম – সূর্যঘর: বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্পের সুবিধা:
এই প্রকল্প চালুর পর থেকে জনমানসে সচেতনতা বাড়াতে এবং উৎসাহী বাড়িগুলির কাছ থেকে আবেদনপত্র সংগ্রহ করতে সরকার ব্যাপক প্রচারাভিযান চালাচ্ছে। বাড়িগুলি এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে তাদের নাম নথিভুক্ত করতে পারে এই ওয়েবসাইটিতে https://pmsuryaghar.gov.
PG/PM/SB
PM-Surya Ghar: Muft Bijli Yojana, which has been approved by the Cabinet, is going to be a game changer for bringing sustainable energy solutions to every home. Harnessing solar power, this initiative promises to light up lives without burdening pockets, ensuring a brighter,… https://t.co/kSj0E40Ehf
— Narendra Modi (@narendramodi) February 29, 2024