নয়াদিল্লি, ৩ অক্টোবর, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ কৃষি এবং কৃষক কল্যাণে কেন্দ্রীয় সরকারের অর্থানুকুল্যে চলতি সব প্রকল্পগুলিকে অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী জাতীয় কৃষি বিকাশ যোজনা এবং কৃষোন্নতি যোজনা এই দুটি আম্ব্রেলা প্রকল্পকে মঞ্জুর করা হয়েছে। কৃষি ক্ষেত্রে স্বনির্ভরতা ও খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত।
প্রধানমন্ত্রী জাতীয় কৃষি বিকাশ যোজনা (পিএম-আরকেভিওয়াই) এবং কৃষোন্নতি যোজনা (কেওয়াই)-কে মোট প্রস্তাবিত ১ লক্ষ ১ হাজার ৩২১.৬১ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত করা হবে। রাজ্য সরকারের মাধ্যমে এই প্রকল্পগুলি রূপায়িত হবে।
চলতি সব প্রকল্পগুলিই অব্যাহত থাকবে। কৃষক উন্নয়নে কোথাও কোনো ফাঁক থাকলে তা ভরাট করতে এই প্রকল্পগুলি ব্যবহার করা হবে। ভোজ্য তেল, পাম তেল-এর জন্য যে জাতীয় প্রকল্প গ্রহণ করা হয়েছে সেগুলিও মিশন মোডে বাস্তবায়িত হবে।
উত্তর পূর্বাঞ্চলের জন্য জৈব কৃষি মিশন ভ্যালু চেইন ডেভেলপমেন্ট প্রকল্প কেওয়াই-এর আওতায় রূপায়িত হবে। এর ফলে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হবে।
এই প্রকল্পের মাধ্যমে রাজ্যগুলিকে কৃষি ক্ষেত্রের জন্য একটি সুসংহত কৌশলগত প্রস্তাবনা তৈরির সুযোগ দেওয়া হচ্ছে। এই প্রস্তাবনা কেবলমাত্র শস্যের উৎপাদন বাড়াবে তাই নয়, পরিবেশ বান্ধব কৃষিকাজে সহায়ক হবে।
যেসব কারণে এই প্রকল্পগুলি গ্রহণ করা হয়েছে :
নকল পরিহার করে রাজ্যগুলিকে সহজে কাজ করার সুবিধা প্রদান করতে।
কৃষি ক্ষেত্রে ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায়- পুষ্টি নিরাপত্তা, সুসংহত ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনের সমস্যার মতো বিষয়গুলি মোকাবিলা করা সম্ভব হবে।
রাজ্য সরকারগুলি কৃষি ক্ষেত্রে তাদের চাহিদা পূরণে সুসংহত কৌশলগত পরিকল্পনা গ্রহণে সক্ষম হবে।
রাজ্যগুলির বার্ষিক কার্যকারিতা পরিকল্পনা মঞ্জুর করা হবে। পৃথকভাবে বিভিন্ন প্রকল্পগুলি অনুমোদন করা যাবে।
পিএমআরকেভিওয়াই-তে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, রাজ্য সরকারগুলি তাদের সুবিধা মতো এক খাত থেকে অন্য খাতে তহবিল স্থানান্তর করতে পারবে।
প্রস্তাবিত মোট ব্যয় ১ লক্ষ ১ হাজার ৩২১.৬১ কোটির মধ্যে কেন্দ্রের অংশ ৬৯,০৮৮.৯৮ কোটি টাকা এবং রাজ্যগুলির অংশ হল, ৩২,২৩২.৬৩ কোটি টাকা। এর মধ্যে আরকেভিওয়াই-এর জন্য ৫৭,০৭৪.৭২ কোটি টাকা এবং কেওআই-এর জন্য ৪৪,২৪৬.৮৯ টাকা বরাদ্দ হয়েছে।
পিএমআরকেভিওয়াই প্রকল্পের মধ্যে যে যে বিষয়গুলি রয়েছে সেগুলি হল :
মাটির স্বাস্থ্য ব্যবস্থাপনা
বন্যা পীড়িত এলাকার উন্নয়ন
কৃষি বনাঞ্চল
চিরাচরিত কৃষি বিকাশ যোজনা
শস্যের অবশিষ্টাংশের ব্যবস্থাপনা
প্রতি ফোঁটায় আরও শস্য
শস্য বৈচিত্রকরণ কর্মসূচি
আরকেভিওয়াইডিপিআর ব্যবস্থাপনা
কৃষি ক্ষেত্রে স্টার্টআপগুলির জন্য তহবিল বৃদ্ধি
PG/PM/NS
देशभर के अपने किसान भाई-बहनों के कल्याण के लिए हम प्रतिबद्ध हैं। इसी दिशा में आज दो अहम फैसले लेते हुए पीएम-राष्ट्रीय कृषि विकास योजना और कृषि उन्नति योजना को मंजूरी दी गई है। इससे अन्नदाताओं को आत्मनिर्भर बनाने के साथ ही खाद्य सुरक्षा को और मजूबती मिलेगी।…
— Narendra Modi (@narendramodi) October 3, 2024