নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভাকে ২০২৩-এর ৭ নভেম্বর স্বাক্ষরিত সমঝোতাপত্র/চুক্তি সম্পর্কে অবহিত করা হয়। সম্প্রচার ক্ষেত্রে সহযোগিতা, সংবাদ বিনিময় এবং দৃশ্য-শ্রাব্য কার্যক্রমের পাশাপাশি সংশ্লিষ্ট দেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে এই চুক্তিতে প্রভূত সম্ভাবনা আছে। এই নিয়ে বিভিন্ন দেশের সঙ্গে প্রসার ভারতীর সমঝোতাপত্রের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬।
দেশ গঠনে প্রসার ভারতীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। দেশে এবং দেশের বাইরে প্রত্যেককে অর্থবহ এবং সঠিক সংবাদ পৌঁছানোর ওপর জোর দেয় এই সংস্থা। এই সমঝোতাপত্রগুলি অন্য দেশে সংবাদ বিতরণে গুরুত্বপূর্ণ হতে চলেছে। আন্তর্জাতিক সম্প্রচারকদের সঙ্গে অংশীদারিত্ব বৃদ্ধি এবং নয়া প্রযুক্তির চাহিদা মেটাতে নতুন নতুন কৌশল সন্ধানও এই চুক্তির অঙ্গ। মউ স্বাক্ষরের প্রধান উপকারিতা হল, সংস্কৃতি, শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রীড়া, সংবাদ এবং অন্যান্য ক্ষেত্রে কার্যক্রমের বিনিময়।
ভারতের জনপরিষেবা সম্প্রচার সংস্থা প্রসার ভারতী মালেশিয়ার জন পরিষেবা সম্প্রচারক রেডিও টেলিভিশিয়েন মালয়েশিয়ার সঙ্গে সমঝোতাপত্র স্বাক্ষর করেছে রেডিও এবং টেলিভিশন ক্ষেত্রে সম্প্রচারে সহযোগিতা বৃদ্ধি করতে।
PG/AP/NS…