Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কেন্দ্রশাসিত দাদরা ও নগর হাভেলি এবং দমন-দিউ-তে ২৫৮০ কোটি টাকার বেশি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর

কেন্দ্রশাসিত দাদরা ও নগর হাভেলি এবং দমন-দিউ-তে ২৫৮০ কোটি টাকার বেশি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর


নতুন দিল্লি, ৭ মার্চ ২০২৫

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কেন্দ্রশাসিত দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ-র সিলভাসায় ২৫৮০ কোটি টাকার বেশি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সূচনা করেন। তাঁর ভাষণে ২০১৪ সালে তাঁর সরকার ক্ষমতায় আসার পর থেকে এই অঞ্চলে উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। 

সিঙ্গাপুরের দৃষ্টান্ত টেনে শ্রী মোদী বলেন, এক সময় এটি একটি ছোট মৎস্য শিকারের গ্রাম ছিল। সেখানকার মানুষের প্রবল ইচ্ছাশক্তির জন্যই সিঙ্গাপুরে আজ এই পরিবর্তন সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন শ্রী মোদী। কেন্দ্রশাসিত এই অঞ্চলের উন্নয়নে একই ধরনের অঙ্গীকার গ্রহণের জন্য এখানকার মানুষের কাছে আবেদন জানান প্রধানমন্ত্রী। 

শ্রী মোদী বলেন, দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ শুধুমাত্র একটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়, এটি আমাদের গর্ব ও ঐতিহ্যের উৎস। সেই কারণে এর সামগ্রিক উন্নয়নের ওপর জোর দিয়েছে কেন্দ্র। তাঁর ভাষণে এক দেশ এক রেশন কার্ড, জলজীবন মিশন, ভারত নেট, প্রধানমন্ত্রী জনধন যোজনা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বিমার মতো বিভিন্ন প্রকল্পের উল্লেখ করেন। 

তাঁর ভাষণে এই কেন্দ্রশাসিত অঞ্চলের পরিকাঠামো, শিক্ষা, কর্মসংস্থান এবং শিল্পোন্নয়নে পরিবর্তনের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আধুনিক স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও এই কেন্দ্রশাসিত অঞ্চলের অগ্রগতির কথা তুলে ধরেন শ্রী মোদী। তিনি বলেন, আয়ুষ্মান ভারতের মাধ্যমে হাসপাতালগুলিতে নিখরচায় চিকিৎসার সুযোগ-সুবিধা পাচ্ছেন গরিব মানুষ। ১৫ হাজারেরও বেশি জন ঔষধি কেন্দ্রে ৮০ শতাংশ কম দামে ওষুধ পাওয়া যাচ্ছে। তিনি জানান, সরকারের লক্ষ্য হল, ভবিষ্যতে দেশজুড়ে ২৫ হাজার জন ঔষধি কেন্দ্র চালু করা। এক রিপোর্টের কথা উল্লেখ করে শ্রী মোদী জানান, ২০৫০ সালের মধ্যে ৪৪ কোটির বেশি ভারতীয় স্থূলত্বের শিকার হবেন। এটি অত্যন্ত উদ্বেগজনক। এর মোকাবিলায় তিনি কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সকলের কাছে আবেদন জানান। প্রতি মাসে রান্নার তেলের ব্যবহার ১০ শতাংশ কমানোর পরামর্শ দেন তিনি। 

প্রধানমন্ত্রী এই কেন্দ্রশাসিত অঞ্চলের পর্যটন সম্ভাবনার কথাও তুলে ধরেন এবং এটি কর্মসংস্থানের প্রধান উৎস হতে পারে বলে মন্তব্য করেন তিনি। এ প্রসঙ্গে রামসেতু, নমো পথ প্রভৃতির কথা উল্লেখ করেন তিনি। দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউর যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতির কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ৫০০ কিলোমিটারের বেশি রাস্তার কাজ চলছে। এতে কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। তিনি বলেন, এই কেন্দ্রশাসিত অঞ্চল উন্নয়ন, সুশাসন এবং সহজ জীবনযাপনের মডেল হয়ে উঠেছে। এখানকার মানুষকে অভিনন্দনও জানান প্রধানমন্ত্রী। 

SC/MP/AS