Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কৃষকরা যাতে ব্যয়সাশ্রয়ী মূল্যে ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সংগ্রহ করতে পারেন তা নিশ্চিত করতে ২০২৪-এর পয়লা জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এককালীন বিশেষ প্যাকেজের মাধ্যমে পুষ্টিভিত্তিক ভর্তুকিযুক্ত ডিএপি সরবরাহের সিদ্ধান্তে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন


নয়াদিল্লি, ১ জানুয়ারি , ২০২৫ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কৃষকরা যাতে ব্যয়সাশ্রয়ী মূল্যে ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সংগ্রহ করতে পারেন তা নিশ্চিত করতে ২০২৪-এর পয়লা জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এককালীন বিশেষ প্যাকেজের মাধ্যমে পুষ্টিভিত্তিক ভর্তুকিযুক্ত ডিএপি সরবরাহের সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়েছে।

এরফলে কৃষকরা ভর্তুকিযুক্ত, ব্যয়সাশ্রয়ী মূল্যে ডিএপি  সংগ্রহ করতে পারবেন।

এই সিদ্ধান্তের ফলে, ২০২৫-এর পয়লা জানুয়ারি থেকে প্রতি মেট্রিকটন পিছু ৩৫০০ টাকা মূল্যে ডিএপি কৃষকরা কিনতে পারবেন। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।    

কৃষকরা ২৮ ধরনের ফসফেট এবং পটাশিয়াম  সার ভর্তুকিযুক্ত মূল্যে পেয়ে থাকেন। ২০১০ সালের পয়লা এপ্রিল থেকে পুষ্টিভিত্তিক ভর্তুকি ব্যবস্থাপনা ফসফেট এবং পটাশিয়াম সারের ক্ষেত্রে কার্যকর করা হয়। আন্তর্জাতিক বাজারে ভু-রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও ডাই-অ্যামোনিয়াম ফসফেট(ডিএপি)  যাতে কৃষকরা ব্যয়সাশ্রয়ী মূল্যে কিনতে পারেন, তা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। ২০২৪-২৫ সময়কালে খরিফ এবং রবি শস্যের মরশুমে ডিএপি  যাতে সহজেই পাওয়া যায়, সরকার তা নিশ্চিত করেছে। ২০২৪-এর জুলাই মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতি মেট্রিকটন সারের দাম ৩৫০০ টাকা করে ধার্য করেছে। এরজন্য ভর্তুকিবাবদ সরকারকে ২৬২৫ কোটি টাকা ব্যয় করতে হবে।    

SC/CB/NS