নতুন দিল্লি, ১৬ অগাস্ট, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লার প্রাকার থেকে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে তাঁর ভাষণে জানান, কৃষকদের কাছে স্বল্পমূল্যে ইউরিয়া সরবরাহের জন্য সরকার ভর্তুকিবাবদ ১০ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে । তিনি বলেন, “আন্তর্জাতিক বাজারে যেখানে এক ব্যাগ ইউরিয়ার দাম ৩ হাজার টাকা সেখানে আমাদের কৃষকদের কাছে তা ৩০০ টাকায় পৌঁছে দেওয়া হচ্ছে । সরকার এর জন্য ১০ লক্ষ কোটি টাকা ভর্তুকি বরাদ্দ করেছে ।”
প্রধানমন্ত্রী দেশবাসীকে জানিয়েছেন, বিশ্বের কোনো কোনো অঞ্চলে ইউরিয়ার দাম ৩ হাজার টাকা । সেখানে আমাদের কৃষকরা মাত্র ৩০০ টাকার বিনিময়ে তা পাচ্ছেন । “বিশ্বের কোনো কোনো অঞ্চলে ইউরিয়া ৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে । সরকার আমাদের কৃষকদের কাছে ৩০০ টাকার বিনিময়ে তা সরবরাহ করছে । এবাবদ সরকারকে কৃষকদের জন্য ১০ লক্ষ কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে ।”
AC/CB/RAB
गरीबों को यूरिया सस्ता मिले, इसलिए सरकार 10 लाख करोड़ रुपये मेरे किसानों को यूरिया में सब्सिडी दे रही है : PM @NarendraModi जी pic.twitter.com/rMhVbz8We9
— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) August 15, 2023