নতুন দিল্লি, ২১ ডিসেম্বর ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁর কুয়েত সফরের প্রথম কর্মসূচি হিসেবে মিনা আব্দুল্লাহ এলাকায় একটি শ্রম শিবির পরিদর্শন করেন। সেখানে কাজ করেন প্রায় ১৫০০ জন ভারতীয় নাগরিক। প্রধানমন্ত্রী ভারতের ভিন রাজ্য থেকে যাওয়া শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের কুশল সম্পর্কে খোঁজ-খবর নেন।
প্রধানমন্ত্রীর এই শ্রম শিবির পরিদর্শন বিশেষ গুরুত্ব পাচ্ছে, কারণ বিদেশে বসবাসরত ভারতীয় শ্রমিকদের কল্যাণে বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। ই-মাইগ্রেট পোর্টাল, মদদ পোর্টাল এবং শ্রমিকদের কল্যাণে প্রবাসী ভারতীয় বীমা যোজনার মতো বেশ কিছু প্রযুক্তি-ভিত্তিক উদ্যোগ নিয়েছে ভারত সরকার।
PG/MP/AS