নতুন দিল্লি, ২২ ডিসেম্বর ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কুয়েতের আমির মাননীয় শেখ মেশাল আল-আহমেদ আল-জাবের আল-সাবাহর সঙ্গে সাক্ষাৎ করেন। দুই নেতার মধ্যে এটিই ছিল প্রথম বৈঠক। বায়ান প্যালেসে প্রধানমন্ত্রী মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং তাঁকে স্বাগত জানান কুয়েতের প্রধানমন্ত্রী আহমেদ আল আব্দুল্লাহ আল-আহমেদ আল-সাবাহ।
দুই নেতা দুই দেশের মধ্যে শক্তিশালী, ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন এবং দ্বিপাক্ষিক ক্ষেত্রে সেই সহযোগিতাকে আরও গভীর করার অঙ্গীকার করেন। প্রধানমন্ত্রী মোদী কুয়েতে বসবাসরত ১০ লক্ষের বেশি ভারতীয়ের কল্যাণের জন্য আমিরকে ধন্যবাদ জানান। অন্যদিকে, কুয়েতের উন্নয়নে ভারতীয়দের অবদানের প্রশংসা করেন মাননীয় আমির। ভিশন ২০৩৫-এর লক্ষ্যে কুয়েতের নেওয়া উদ্যোগের প্রশংসা করেন প্রধানমন্ত্রী এবং এই মাসের গোড়ার দিকে সফল জিসিসি শীর্ষ বৈঠকের আয়োজনের জন্য আমিরকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী আমিরকে ভারত সফরে আসার আমন্ত্রণ জানান।
PG/MP/AS
PM @narendramodi had a productive meeting with His Highness the Amir of Kuwait, Sheikh Meshal Al-Ahmad Al-Jaber Al Sabah. Their discussions centered around advancing India-Kuwait cooperation in sectors such as pharmaceuticals, IT, FinTech, infrastructure and security. pic.twitter.com/Tmlz1GxN7p
— PMO India (@PMOIndia) December 22, 2024
Excellent meeting with His Highness the Amir of Kuwait, Sheikh Meshal Al-Ahmad Al-Jaber Al Sabah.
— Narendra Modi (@narendramodi) December 22, 2024
We discussed cooperation in key sectors like pharmaceuticals, IT, FinTech, Infrastructure and security.
In line with the close ties between our nations, we have elevated our… pic.twitter.com/yjBXjZk7gd
لقاء ممتاز مع صاحب السمو أمير دولة الكويت الشيخ مشعل الأحمد الجابر الصباح.
— Narendra Modi (@narendramodi) December 22, 2024
ناقشنا التعاون في قطاعات رئيسية مثل الصناعات الدوائية وتكنولوجيا المعلومات والتكنولوجيا المالية والبنية الأساسية والأمن.
تماشياً مع العلاقات الوثيقة بين بلدينا، رفعنا شراكتنا إلى مستوى استراتيجي وأنا… pic.twitter.com/WrF07cvQQa