Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কিংবদন্তী তবলা শিল্পী ওস্তাদ জাকির হুসেনের প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর, ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কিংবদন্তী তবলা শিল্পী ওস্তাদ জাকির হুসেনের প্রয়াণে আজ শোক প্রকাশ করেছেন। 

শ্রী মোদী এক্স-এ পোস্টে লিখেছেন :

“কিংবদন্তী তবলা শিল্পী ওস্তাদ জাকির হুসেন জির প্রয়াণে গভীর দুঃখিত। প্রকৃত প্রতিভাধর হিসেবে চিরদিন স্মরণে থাকবেন তিনি, যিনি ভারতীয় মার্গ সঙ্গীতের জগতে বিপ্লব ঘটিয়েছিলেন। তিনি তবলাকে নিয়ে গেছিলেন আন্তর্জাতিক মঞ্চে। তাঁর অতুলনীয় তালবাদ্যে মুগ্ধ করেছিলেন লক্ষ লক্ষ মানুষকে। এর মাধ্যমে তিনি ভারতীয় ধ্রপদী ঐতিহ্যের সঙ্গে বিশ্ব সঙ্গীতের মিশ্রণ ঘটিয়েছিলেন সুচারু রূপে। ফলে হয়ে উঠেছিলেন সাংস্কৃতিক ঐক্যের প্রতিভূ।

তাঁর অনুপম বাজনা এবং প্রাণভরা সুরসৃষ্টি সঙ্গীতশিল্পী এবং সঙ্গীতপ্রেমীদের আগামী প্রজন্মকেও অনুপ্রেরণা দেবে। তাঁর পরিবার, পরিজন এবং বিশ্ব সঙ্গীত মহলকে আমার হার্দিক সমবেদনা।”

 

PG/AP/NS