নতুন দিল্লি, ২৮ জুন, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কাশ্মীরের সমৃদ্ধ সংস্কৃতি, শিল্প ও হস্তশিল্প প্রদর্শনের চমৎকার প্রয়াস “বিতস্তা-দ্য ফেস্টিভ্যাল অফ কাশ্মীর”-এর ভূয়সী প্রশংসা করেছেন।
সারা দেশের সামনে কাশ্মীরের সমৃদ্ধ শিল্প, সংস্কৃতি, সাহিত্য, হস্তশিল্প ও রন্ধনশৈলী তুলে ধরার লক্ষ্যে বিতস্তা কর্মসূচির আয়োজন করা হয়েছিল।
চেন্নাই থেকে এই কর্মসূচির সূচনা হয়, শেষ হয় শ্রীনগরে। বিশেষ করে যুব সমাজের মধ্যে কাশ্মীরি সংস্কৃতি সম্পর্কে জানার প্রবল উৎসাহ লক্ষ করা যায়। কর্মশালা, শিল্প শিবির, আলোচনাচক্র, হস্তশিল্প প্রদর্শনীর মতো এমন বহু অনুষ্ঠানের আয়োজন করা হয়, যাতে অংশগ্রহণ করে বহু মানুষ কাশ্মীরের সংস্কৃতির সঙ্গে পরিচিত হন।
বিতস্তা কর্মসূচি নিয়ে অমৃত মহোৎসবের ট্যুইটের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী এক ট্যুইট বার্তায় বলেছেন;
“এই অসাধারণ প্রয়াসের জন্য অজস্র অভিনন্দন। বেশ কিছু বছর বাদে আয়োজিত হওয়া “বিতস্তা-দ্য ফেস্টিভ্যাল অফ কাশ্মীর”-এর মাধ্যমে সারা দেশের মানুষ শুধু যে কাশ্মীরের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কেই ওয়াকিবহাল হচ্ছেন তাই নয়, এই উদ্যোগ গোটা দেশকে একসুত্রে গাঁথারও এক চমৎকার প্রয়াস।”
CG/SD/SKD
इस बेहतरीन पहल के लिए बहुत-बहुत बधाई। कई वर्षों के बाद हुए “वितस्ता – द फेस्टिवल ऑफ कश्मीर” से देशभर के लोगों को ना सिर्फ राज्य की समृद्ध संस्कृति और विरासत को जानने का मौका मिला है, बल्कि यह कार्यक्रम देशवासियों को भी एक सूत्र में पिरोने का शानदार प्रयास है। https://t.co/B2c9WRHD2j
— Narendra Modi (@narendramodi) June 28, 2023