Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কামেশ্বর চৌপলের প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কামেশ্বর চৌপলের প্রয়াণে আজ শোকপ্রকাশ করেছেন। 

এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন : 

“বিজেপি-র বর্ষীয়ান নেতা এবং রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের ট্রাস্টি কামেশ্বর চৌপলের প্রয়াণে আমি অত্যন্ত শোকাহত। তিনি ছিলেন এক একনিষ্ঠ রামভক্ত। অযোধ্যায় রাম মন্দির নির্মাণে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দলিত শ্রেণী থেকে আসা কামেশ্বরজি সমাজের অবহেলিত শ্রেণীর কল্যাণে এমন অনেক কাজ করেছেন যা  চিরদিন মনে রাখার মত। এই শোকের মুহূর্তে আমি তাঁর পরিবার-পরিজন ও সমর্থকদের পাশে রয়েছি। ওঁ শান্তি!”

 

SC/AB/DM