Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কল্যাণমূলক প্রকল্পে সুযোগ সুবিধা বৃদ্ধি প্রাক্তন সেনাকর্মীদের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটাবে : প্রধানমন্ত্রী


নতুন দিল্লি,  ১১ অগাস্ট, ২০২৩

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার সম্প্রতি প্রাক্তন সেনাকর্মীদের জন্য কল্যাণমূলক প্রকল্পে সুযোগ সুবিধার যে বৃদ্ধি ঘটিয়েছে, তা তাঁদের জীবনযাত্রার মানোন্নয়নে সহায়ক হবে। 

কেন্দ্রীয় মন্ত্রী শ্রী রাজনাথ সিং জানিয়েছিলেন, প্রাক্তন সেনাকর্মীদের কল্যাণ ও জীবনযাত্রার স্বাচ্ছন্দ্য বৃদ্ধির ওপর সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয় এবং সেই অনুযায়ী নিম্নলিখিত কল্যাণমূলক প্রকল্পগুলিতে টাকার পরিমাণ বাড়ানো হয়েছে। 

১. হাবিলদার বা সমমানের প্রাক্তন সেনাকর্মীদের বিধবা স্ত্রীদের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ অনুদান ২০,০০০ টাকা থেকে বাড়িয়ে ৫০,০০০ টাকা করা হয়েছে।
২. যাঁরা পেনশন পান না, এমন হাবিলদার বা সমমানের প্রাক্তন সেনাকর্মী অথবা তাঁদের বিধবা স্ত্রীদের জন্য চিকিৎসা অনুদান ৩০,০০০ টাকা থেকে বাড়িয়ে ৫০,০০০ টাকা করা হয়েছে।
৩. যাঁরা পেনশন পান না, এমন সব পদের প্রাক্তন সেনাকর্মী অথবা তাঁদের বিধবা স্ত্রীদের জন্য গুরুতর রোগের চিকিৎসা অনুদান ১,২৫,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০,০০০ টাকা করা হয়েছে। 

এর জবাবে প্রধানমন্ত্রী ট্যুইটে বলেছেন;

“ভারত তার বীর প্রাক্তন সেনাদের জন্য গর্বিত। তাঁরা আমাদের জাতিকে রক্ষা করেছেন। কল্যাণমূলক প্রকল্পে সুযোগ সুবিধা বৃদ্ধি প্রাক্তন সেনাকর্মীদের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটাবে।”

AC/SD/AS/