নিবিড় সাংস্কৃতিক সম্পর্ক এবং উন্নয়নের বিষয়ে অংশীদারিত্ব আরও মজবুত করার বিষয়ে মতবিনিময়
জি২০-র সভাপতিত্ব গ্রহণ করায় প্রশংসা ও শুভেচ্ছা কম্বোডিয়ার রাজার
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কম্বোডিয়ার রাজা নরোডম সিহামনির সঙ্গে রাষ্ট্রপতি ভবনে সাক্ষাৎ করেছেন। কম্বোডিয়ার রাজা ২৯ থেকে ৩১ মে পর্যন্ত ভারত সফরে এসেছেন। এটিই তাঁর প্রথম ভারত সফর।
প্রধানমন্ত্রী ও রাজা সিহামনি দুই দেশের মধ্যে যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সে বিষয়ে আলোচনা করেন। এছাড়াও দুই দেশের মধ্যে সাংস্কৃতিক এবং মানুষে মানুষে যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী কম্বোডিয়ার রাজাকে কম্বোডিয়ার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে ভারতের প্রতিশ্রুতির উল্লেখ করেন। রাজা সিহামনি উন্নয়নের জন্য ভারতের সহযোগিতার প্রশংসা করেন ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। ভারত জি২০-র সভাপতির দায়িত্ব গ্রহণ করায় প্রশংসা করেন নরোডম সিহামনি এবং ভারতকে শুভেচ্ছা জানান।
It was a pleasure to interact with His Majesty King Norodom Sihamoni of Cambodia today. We had a positive exchange of views on our close cultural and people to people ties and development partnership. @PeacePalaceKH pic.twitter.com/vx8H8wOYSO
— Narendra Modi (@narendramodi) May 30, 2023