Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কমনওয়েলথ গেমস, ২০২২-এর লন বোলিং-এ স্বর্ণ পদক জয়ী ভারতীয় টিমকে অভিনন্দন প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ২ আগস্ট ২০২২

 

বার্মিংহামে লন বোলিং-এ স্বর্ণ পদক জয়ী লাভলি চৌবে, পিঙ্কি সিং, নয়নমণি সইকিয়া এবং রূপারাণী তিরকে-কে সপ্রশংস অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

এক ট্যুইট বার্তায় তিনি বলেছেন :

“বার্মিংহামে এ হল এক ঐতিহাসিক জয়। লন বোলিং-এ দেশকে মর্যাদাপূর্ণ স্বর্ণ পদক এনে দেওয়ায় লাভলি চৌবে, পিঙ্কি সিং, নয়নমণি সইকিয়া এবং রূপারাণী তিরকে-র জন্য ভারত আজ গর্বিত। এই দলটি খেলায় অসাধারণ দক্ষতা দেখিয়েছে। তাঁদের সাফল্যে বহু ভারতীয় লন বোলিং-এ উৎসাহিত হবেন।”

 
PG/SKD/DM/