নয়াদিল্লি, ৬ আগস্ট, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বার্মিংহাম কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতায় পুরুষদের ৭৪ কেজি ফ্রিস্টাইল কুস্তি বিভাগে স্বর্ণ পদক জয়ী নবীন কুমারকে অভিনন্দন জানিয়েছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “কুস্তিকে আরও গৌরবোজ্জ্বল করে তোলার জন্য আমাদের কুস্তিগীরদের ধন্যবাদ। স্বর্ণ পদক জয়ের জন্য নবীন কুমারকে অভিনন্দন। তাঁর আত্মবিশ্বাস এবং দুর্দান্ত কৌশল সকলে উপভোগ করেছেন। ভবিষ্যতে তাঁর সাফল্য কামনা করি। #Cheer4India”
PG/CB/DM/
More glory thanks to our wrestlers. Congratulations to Naveen Kumar for winning a Gold medal. His remarkable confidence and excellent technique have been on full display. Best wishes for his upcoming endeavours. #Cheer4India pic.twitter.com/hAs4IO3KCX
— Narendra Modi (@narendramodi) August 6, 2022