Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতায় ব্যাডমিন্টনে পুরুষদের ডবলস্‌-এ স্বর্ণ পদক জয়ী সাত্ত্বিক সাইরাজ র‍্যাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি’কে প্রধানমন্ত্রীর অভিনন্দন


নয়াদিল্লি, ০৮ অগাস্ট, ২০২২

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বার্মিংহাম কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতায় ব্যাডমিন্টনে পুরুষদের ডবলস্‌-এ স্বর্ণ পদক জয়ী সাত্ত্বিক সাইরাজ র‍্যাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি’কে অভিনন্দন জানিয়েছেন।

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “ভারতের ব্যাডমিন্টন দল সাফল্যের নতুন সংজ্ঞা তৈরি করেছে। @satwiksairaj এবং @Shettychirag04 দলগতভাবে তাঁদের শ্রেষ্ঠ দক্ষতা প্রদর্শন করেছেন। দেশের জন্য স্বর্ণ পদক জয়ের খবরে আমি গর্বিত। আগামী দিনেও তাঁরা ভারতের জন্য আরও পদক জয় করবেন বলে আমি আশাবাদী। #Cheer4India”।

 

PG/CB/SB