Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কঠোরপরিশ্রমের অর্থ নিঃশেষিত হয়ে যাওয়া নয়, বরং সাফল্যের আনন্দ তৃপ্তি নিয়ে আসে : জম্মু ও কাশ্মীরের তরুণদের উৎসাহিত করলেন প্রধানমন্ত্রী

কঠোরপরিশ্রমের অর্থ নিঃশেষিত হয়ে যাওয়া নয়, বরং সাফল্যের আনন্দ তৃপ্তি নিয়ে আসে :  জম্মু ও কাশ্মীরের তরুণদের উৎসাহিত করলেন প্রধানমন্ত্রী

কঠোরপরিশ্রমের অর্থ নিঃশেষিত হয়ে যাওয়া নয়, বরং সাফল্যের আনন্দ তৃপ্তি নিয়ে আসে :  জম্মু ও কাশ্মীরের তরুণদের উৎসাহিত করলেন প্রধানমন্ত্রী


জম্মু ওকাশ্মীরের ১০০ জনেরও বেশি কিশোর ও তরুণদের একটি দলের সঙ্গে মঙ্গলবার একআলাপচারিতায় মিলিত হলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। বর্তমানে ঐ দলটি ‘ওয়াতনকো জানো’ কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন প্রান্ত সফর করছে।

কিশোর ও তরুণরাজম্মু ও কাশ্মীর রাজ্যে পরিকাঠামো প্রসার, ক্রীড়া সংক্রান্ত সুযোগ-সুবিধা এবংশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে বেশ কিছু প্রশ্ন তুলে ধরেন প্রধানমন্ত্রীরকাছে। তারা কৌতূহলভরে প্রশ্ন করেন প্রধানমন্ত্রীর দৈনন্দিন কাজকর্ম সম্পর্কেও।

কিশোর ওতরুণদের সঙ্গে আলাপচারিতাকালে জম্মু ও কাশ্মীরে যোগাযোগ ও পরিকাঠামোর প্রসারেকেন্দ্রীয় সরকারের বিভিন্ন উদ্যোগ ও প্রচেষ্টার কথা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।তিনি গুরুত্ব দেন খেলাধূলার প্রসারের ওপরও। খেলোয়াড় সুলভ মানসিকতা সাধারণের মধ্যেগড়ে তোলা উচিৎ বলে মনে করেন তিনি।

প্রধানমন্ত্রীবলেন, কঠোর পরিশ্রম মানেই উৎসাহ-উদ্দীপনার শেষ নয়, বরং কোনও কাজ সম্পূর্ণ হলে তাযথেষ্ট আনন্দ ও সন্তোষের কারণ হয়ে ওঠে। সুতরাং, এখানে ক্লান্তি বা অবসাদের কোনওপ্রশ্নই ওঠে না।

প্রধানমন্ত্রীরদপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং-ও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীরসঙ্গে কিশোর ও তরুণদের আলোচনাকালে।

PG/SKD/SB