Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ওড়িশার হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের পরিবার-পরিজনদের সম্ভাব্য সকল রকম সহযোগিতার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী


ওড়িশার এক হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানির সংবাদে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। অগ্নিকাণ্ডে যাঁরা আহত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের কেন্দ্রের পক্ষ থেকে সম্ভাব্য সমস্ত রকমসাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। এক বার্তায় শ্রী মোদী বলেছেন :

“ ওড়িশার এক হাসপাতালে অগ্নিকাণ্ডের ফলে প্রাণহানির সংবাদেআমি গভীরভাবে উদ্বিগ্ন। এই মর্মান্তিক ঘটনা আমাদের বিমূঢ় করে দেয়। শোক-সন্তপ্তপরিবারগুলির জন্য আমি চিন্তিত।

আমি এ বিষয়ে কথা বলেছি কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডারসঙ্গে। ঘটনায় আহতদের এইম্‌স-এ স্থানান্তরের ব্যবস্থাও করতে বলেছি আমি। আহতব্যক্তিরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আমি আশা করি।

আমি মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গেও কথা বলে আহত ওক্ষতিগ্রস্তদের জন্য সম্ভাব্য সকল রকম সাহায্য নিশ্চিত করার নির্দেশ দিয়েছি।

হাসপাতালে অগ্নিকাণ্ডের এই নিদারুণ ঘটনা সম্পর্কে আমিকথা বলেছি ওড়িশার মুখ্যমন্ত্রী শ্রী নবীন পট্টনায়েকের সঙ্গেও। তাঁকে কেন্দ্রেরতরফে সম্ভাব্য সমস্ত রকম সহায়তাদানের আশ্বাস দিয়েছি আমি”।

PG/ SKD/SB