নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর, ২০২২
ওড়িশার ঝাড়সুগুড়ায় এক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংবাদে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
এক ট্যুইট বার্তায় তিনি বলেছেন,
“ঝাড়সুগুড়ার দুর্ঘটনা দুঃখজনক। এই দুর্ঘটনায় নিহতদের পরিবার-পরিজনের আমিও সহমর্মী। দুর্ঘটনায় আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই প্রার্থনা জানাই।”
PG/SKD/DM/
The accident in Odisha’s Jharsuguda is saddening. My thoughts are with the families of those who have lost their lives in the accident. I pray that those injured recover at the earliest: PM @narendramodi
— PMO India (@PMOIndia) September 17, 2022