Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ওনাম উপলক্ষে জনগণকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পবিত্র ‘ওনাম’ উপলক্ষে জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন।

এক শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “ওনাম-এর বিশেষ মূহুর্তে বিশ্বের বিভিন্ন জায়গায় বসবাসরত মালয়ালি সম্প্রদায়ের মানুষজনকে আমার শুভেচ্ছা। একাত্মবোধের যে মানসিকতা নিয়ে ওনাম উদযাপিত হয়, তা প্রকৃতই আনন্দের। ওনাম উৎসব সমাজে আনন্দ ও সমৃদ্ধির চেতনাকে আরও প্রসারিত করুক”।

CNdmBckUEAA72-r [ PM India 0KB ]

CNdmeSzVEAAUNqc [ PM India 0KB ]