Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ওড়িয়া নববর্ষ, বিশু, পুতন্ডু এবং বহাগ বিহু উপলক্ষ্যে শুভেচ্ছা জ্ঞাপন প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি,  ১৪ এপ্রিল, ২০২৫

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ওড়িয়া নববর্ষ, বিহু, পুতন্ডু এবং বহাগ বিহু উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন। 

এক্স বার্তায় পৃথক পৃথক পোস্টে তিনি লেখেন :

“ওড়িয়া নববর্ষ  উপলক্ষ্যে আন্তরিক শুভেচ্ছা !” 

“বিহু-র শুভেচ্ছা !”

“পুতন্ডু-র শুভেচ্ছা সকলকে !”

“আপনাদের সকলকে বহাগ বিহুর শুভেচ্ছা !”

SC/PM/NS….