Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

এসটি সঙ্গমাম গুজরাট ও তামিলনাডুর মধ্যে শতাব্দী প্রাচীন বন্ধনকে আরও শক্তিশালী করেছে: প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ২৬ মার্চ, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, গুজরাট ও তামিলানাডুর মধ্যে শতাব্দী প্রাচীন বন্ধনকে  সৌরাষ্ট্র ও তামিলনাডু  সঙ্গমম (এসটি সঙ্গমম) শক্তিশালী করে তুলেছে। 

কেন্দ্রীয় রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী শ্রীমতী দর্শনা জার্দোস এক ট্যুইট বার্তায় জানান, তিনি তামিলনাডুর সালেমে সৌরাষ্ট্রের ঐতিহ্যশালী ডান্ডিয়া নৃত্য প্রত্যক্ষ করেছেন। গুজরাট সরকারের প্রতিমন্ত্রী শ্রী জগদীশ বিশ্বকর্মাও তাঁর সঙ্গে ডান্ডিয়ার এই রোড শো প্রত্যক্ষ করেন।

প্রধানমন্ত্রী এই ট্যুইট বার্তার প্রত্যুত্তরে বলেছেন, “#STSangamam – এর মাধ্যমে গুজরাট ও তামিলনাডুর মধ্যে শতাব্দী প্রাচীন বন্ধন আরও শক্তিশালী হয়েছে”। 

 

PG/CB/SB