নয়াদিল্লি, ০৩ অক্টোবর, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এশিয়ান গেমস্ – এ মহিলাদের ৫ হাজার মিটার দৌড়ে স্বর্ণ পদক জয়ী পারুল চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন।
এই ক্রীড়াবিদের প্রশংসা করে প্রধানমন্ত্রী ভবিষ্যতে তাঁর আরও সাফল্য কামনা করেন।
একটি এক্স পোস্ট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “মহিলাদের ৫ হাজার মিটার দৌড়ে স্বর্ণ পদক জয়ী পারুল চৌধুরীর জন্য গর্বিত। তাঁর এই সাফল্য অন্যদের উদ্বুদ্ধ করবে। ভবিষ্যতে তিনি নতুন উচ্চতায় পৌঁছন – এই কামনা করি”।
PG/AC/SB
Proud of Parul Chaudhary for winning the Gold Medal in Women’s 5000m event.
— Narendra Modi (@narendramodi) October 3, 2023
Hers was a performance that was truly awe inspiring. May she keep soaring high and sprinting towards success. pic.twitter.com/hmgw1MqnaC