নয়াদিল্লি, ২৬ অক্টোবর, ২০২৩
চিনের হাংঝাউ-এ এশিয়ান প্যারা-গেমস, ২০২২-এ পুরুষদের ১০০ মিটার টি-৩৭ ইভেন্টে শ্রেয়াংশ ত্রিবেদীর ব্রোঞ্জ পদক জয়ে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন :
“পুরুষদের ১০০ মিটার টি-২৭ ইভেন্টে ব্রোঞ্জ পদক জয়ে শ্রেয়াংশ ত্রিবেদীকে হার্দিক অভিনন্দন। এটা এক অসাধারণ সাফল্য!
নতুন দিগন্ত রেখা স্পর্শ করতে তাঁর দৌড় অব্যাহত থাকুক।”
PG/AB/DM/
Heartiest congratulations to Shreyansh Trivedi on winning Bronze in the Men's 100m T-37 event. This is a fantastic achievement!
— Narendra Modi (@narendramodi) October 26, 2023
May he keep running towards new horizons. pic.twitter.com/YgLvqkRsrC