নতুন দিল্লি, ২৬ অক্টোবর, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী চীনের হাংঝাউতে এশিয়ান প্যারা গেমস ২০২২-এ পুরুষদের শটপাট-এফ৪৬ প্রতিযোগিতায় স্বর্ণ পদক জেতার জন্য সচীন সাজেরাও খিলাড়িকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী এক্স-এ পোস্ট করেছেন:
“এশিয়ান প্যারা গেমসে পুরুষদের শটপাট-এফ৪৬ প্রতিযোগিতায় ভারতকে চমকপ্রদভাবে সোনা এনে দিয়েছেন সচীন সাজেরাও খিলাড়ি!
এই স্মরণীয় জয়ের জন্য সচীনকে বিপুল অভিনন্দন। তাঁর নিষ্ঠা এবং শক্তি অসাধারণ ভাবে ফুটে উঠেছে।”
PG/AP/AS
Magnificent Gold for India by Sachin Sajerao Khilari in the Men's Shot Put-F46 event at the Asian Para Games!
— Narendra Modi (@narendramodi) October 26, 2023
Huge congratulations to Sachin, on this remarkable victory. His dedication and strength have shone brilliantly. pic.twitter.com/d4NVCGldVd