Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

এশিয়ান প্যারা গেমস ২০২২-এ পুরুষদের শটপাট-এফ৪৬ প্রতিযোগিতায় সচীন সাজেরাও খিলাড়ির স্বর্ণপদক জয়ে আনন্দপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী


নতুন দিল্লি, ২৬ অক্টোবর, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী চীনের হাংঝাউতে এশিয়ান প্যারা গেমস ২০২২-এ পুরুষদের শটপাট-এফ৪৬ প্রতিযোগিতায় স্বর্ণ পদক জেতার জন্য সচীন সাজেরাও খিলাড়িকে অভিনন্দন জানিয়েছেন। 

প্রধানমন্ত্রী এক্স-এ পোস্ট করেছেন:

“এশিয়ান প্যারা গেমসে পুরুষদের শটপাট-এফ৪৬ প্রতিযোগিতায় ভারতকে চমকপ্রদভাবে সোনা এনে দিয়েছেন সচীন সাজেরাও খিলাড়ি!

এই স্মরণীয় জয়ের জন্য সচীনকে বিপুল অভিনন্দন। তাঁর নিষ্ঠা এবং শক্তি অসাধারণ ভাবে ফুটে উঠেছে।”

PG/AP/AS