নয়াদিল্লি, ২৬ অক্টোবর, ২০২৩
চিনের হ্যাংঝৌ-তে এশিয়ান প্যারা-গেমস, ২০২২-এ মহিলাদের শট পাট- এফ৩৪ বিভাগে রৌপ্য পদক জয়ের জন্য ভাগ্যশ্রী মাধবরাও-কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
এক্স পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন :
“এশিয়ান প্যারা-গেমস, ২০২২-এ মহিলাদের শট পাট- এফ৩৪ বিভাগে রৌপ্য পদক জয়ের জন্য ভাগ্যশ্রী মাধবরাও-কে অভিনন্দন। আগামীদিনে তাঁর আরও সাফল্য কামনা করি।”
PG/AC/DM
Congratulations to Bhagyashri Madhavrao Jhadav for clinching the Silver medal in the Women's Shot Put-F34 event at Asian Para Games. All the best for the endeavours ahead. pic.twitter.com/Zpcxov5k7W
— Narendra Modi (@narendramodi) October 26, 2023