Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

এশিয়ান প্যারা-গেমস, ২০২২-এ মহিলাদের শট পাট- এফ৩৪ বিভাগে ভাগ্যশ্রী মাধবরাও-এর রৌপ্য পদক জয়ে প্রধানমন্ত্রী্র আনন্দ প্রকাশ


নয়াদিল্লি, ২৬ অক্টোবর, ২০২৩

 

চিনের হ্যাংঝৌ-তে এশিয়ান প্যারা-গেমস, ২০২২-এ মহিলাদের শট পাট- এফ৩৪ বিভাগে রৌপ্য পদক জয়ের জন্য ভাগ্যশ্রী মাধবরাও-কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। 

এক্স পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন :

“এশিয়ান প্যারা-গেমস, ২০২২-এ মহিলাদের শট পাট- এফ৩৪ বিভাগে রৌপ্য পদক জয়ের জন্য ভাগ্যশ্রী মাধবরাও-কে অভিনন্দন। আগামীদিনে তাঁর আরও সাফল্য কামনা করি।”

PG/AC/DM