নতুনদিল্লি ২৫ অক্টোবর
চীনের হ্যাংঝাউ-তে এশিয়ান প্যারা গেমস ২০২২-এ পুরুষদের ২০০ মিটার টি ৩৭ প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জয়ের জন্য শ্রেয়াংশ ত্রিবেদী-কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন:
“এশিয়ান প্যারা গেমসে ২০০ মিটার টি ৩৭ প্রতিযোগিতায় শ্রেয়াংশ ত্রিবেদীর অসাধারণ ব্রোঞ্জ পদক জয়।
শ্রেয়াংশের দৌড়ানোর গতি এবং দৃঢ় সংকল্প দেশকে গর্বিত করেছে। সত্যিই উল্লেখযোগ্য কৃতিত্ব।”
PG/SS/CS…
What a Brilliant Bronze for Shreyansh Trivedi in the T-37 200-meter Asian Para Games event.
— Narendra Modi (@narendramodi) October 25, 2023
Shreyansh’s speed and unwavering determination have delighted the nation. Truly remarkable accomplishment. pic.twitter.com/iS1Sld0v15