Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

এশিয়ান প্যারা গেমস-এ মহিলাদের ব্যাডমিন্টনের ডাবলস-এ ব্রোঞ্জ পদক জয় করায় মনীষা রামদাস ও মনদীপ কৌরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর


নয়াদিল্লী,  ২৬ অক্টোবর, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী হ্যাংঝাও-তে আয়োজিত এশিয়ান প্যারা গেমস-এ মহিলাদের ব্যাডমিন্টনের ডাবলস-এ ব্রোঞ্জ পদক জয় করায় মনীষা রামদাস ও মনদীপ কৌরকে অভিনন্দন জানিয়েছেন। 

তাঁদের দুর্দান্ত সমন্বয় ও ক্রীড়া নৈপুণ্যের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। 

এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী তাঁর বার্তায় বলেন:

“ব্যাডমিন্টনে মহিলাদের ডাবলস-এ এসএল৩- এসইউএস বিভাগে ব্রোঞ্জ পদক জয় করায় মনীষা রামদাস ও মনদীপ কৌরকে জানায় অভিনন্দন। 

তাঁরা তাঁদের খেলার মাধ্যমে অসাধারণ সমন্বয় ও দৃঢ় সংকল্পের পরিচয় দিয়েছেন।”

    

PG/PM/NS