নতুন দিল্লি, ২৮ অক্টোবর, ২০২৩
এশিয়ান প্যারা গেমস-এ পুরুষদের বি টু পর্যায়ের দাবা প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জয়ী কিষাণ গঙ্গোলীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
এসম্পর্কে সমাজমাধ্যমে পোস্ট করা এক বার্তায় শ্রী মোদী বলেছেন:
“পুরুষদের বি টু পর্যায়ের (ব্যক্তিগত) দাবা প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জয় করে নেওয়ার জন্য আন্তরিক অভিনন্দন জানাই কিষাণ গঙ্গোলীকে।
তাঁর অদম্য ইচ্ছাশক্তি এবং অবিচল সংকল্প দেশকে গর্বের আসনে বসিয়েছে।”
PG/SKD/AS
Heartiest congratulations to Kishan Gangoli for clinching the Bronze Medal in Men's Chess B2 Category (Individual) at the Asian Para Games.
— Narendra Modi (@narendramodi) October 28, 2023
His remarkable spirit and unwavering determination have made India proud. pic.twitter.com/oFQ5ZuH8nt