Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

এশিয়ান প্যারা গেমস্ ২০২২ – এ পুরুষদের ব্যাডমিন্টন সিঙ্গলস্ এসএল-৪ বিভাগে সুকান্ত কদমের ব্রোঞ্জ পদক জয়ে প্রধানমন্ত্রীর আনন্দ প্রকাশ


নয়াদিল্লি, ২৬ অক্টোবর, ২০২৩ 

চীনের হ্যাংঝাউ-তে এশিয়ান প্যারা গেমস্ ২০২২ – এ পুরুষদের ব্যাডমিন্টন সিঙ্গলস্ এসএল-৪ বিভাগে ব্রোঞ্জ পদক জয়ের জন্য সুকান্ত কদম’কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “এশিয়ান প্যারা গেমস্ – এ পুরুষদের ব্যাডমিন্টন সিঙ্গলস্ এসএল-৪ বিভাগে অসাধারণ সাফল্যের জন্য সুকান্ত কদম’কে অভিনন্দন।
তাঁর দক্ষতা এবং হার না মানার মনোভাব সারা দেশকে গর্বিত করেছে। এই ব্রোঞ্জ পদক তাঁর কঠোর পরিশ্রমের স্বীকৃতি”। 

PG/AC/SB