Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

এশিয়ান প্যারা গেমস্ ২০২২ – মিক্সড্ ৫০ মিটার রাইফেল প্রোন এসএইচ বিভাগে সিদ্ধার্থ বাবুর স্বর্ণ পদক জয়ে প্রধানমন্ত্রীর আনন্দ প্রকাশ


 নয়াদিল্লি, ২৬ অক্টোবর, ২০২৩ 

চীনের হ্যাংঝাউ-তে এশিয়ান প্যারা গেমস্ ২০২২ – এ মিক্সড্ ৫০ মিটার রাইফেল প্রোন এসএইচ বিভাগে স্বর্ণ পদক জয়ের জন্য সিদ্ধার্থ বাবু’কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “এশিয়ান প্যারা গেমস্ – এ মিক্সড্ ৫০ মিটার রাইফেল প্রোন এসএইচ বিভাগে অসাধারণ প্রদর্শনের জন্য সিদ্ধার্থ বাবুকে অভিনন্দন! 
এই স্বর্ণ পদক তাঁর দক্ষতা এবং প্রতিভার স্বীকৃতি। ভারত আনন্দিত”। 

PG/AC/SB