নয়াদিল্লি, ২৬ অক্টোবর, ২০২৩
চীনের হ্যাংঝাউ-তে এশিয়ান প্যারা গেমস্ ২০২২ – এ মিক্সড্ ৫০ মিটার রাইফেল প্রোন এসএইচ বিভাগে স্বর্ণ পদক জয়ের জন্য সিদ্ধার্থ বাবু’কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “এশিয়ান প্যারা গেমস্ – এ মিক্সড্ ৫০ মিটার রাইফেল প্রোন এসএইচ বিভাগে অসাধারণ প্রদর্শনের জন্য সিদ্ধার্থ বাবুকে অভিনন্দন!
এই স্বর্ণ পদক তাঁর দক্ষতা এবং প্রতিভার স্বীকৃতি। ভারত আনন্দিত”।
PG/AC/SB
Congratulations to our Para Shooter @sid6666 for the dazzling performance in Mixed 50m Rifles Prone SH-1 event!
— Narendra Modi (@narendramodi) October 26, 2023
This Gold is a testament to his precision, focus, exceptional talent and relentless spirit. India is elated. pic.twitter.com/VgXil7bY08