Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

এশিয়ান প্যারা গেমস্ – এ রেকর্ড সৃষ্টিকারী ভারতের ৭৩টি পদক জয়ের প্রশংসা প্রধানমন্ত্রীর


 নয়াদিল্লি, ২৬ অক্টোবর, ২০২৩ 

চীনের হ্যাংঝাউ-তে এশিয়ান প্যারা গেমস্ ২০২২ – এ ভারত ৭৩টি পদক জয় করে এক নতুন রেকর্ড সৃষ্টি করায় প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ইতিপূর্বে ২০১৮’তে জাকার্তায় ভারত ৭২টি পদক পেয়েছিল। প্যারা ক্রীড়াবিদদের দায়বদ্ধতা, দৃঢ়তা এবং অবিচল নিষ্ঠার ভুয়সী প্রশংসা করেছেন শ্রী মোদী। 
প্রধানমন্ত্রী তাঁর এক্স বার্তায় বলেছেন, “এশিয়ান প্যারা গেমস্ – এ ৭৩টি পদক জয় করে ভারত অসাধারণ সাফল্যের নজির গড়েছে এবং তাঁদের সেই প্রয়াস এখনও অব্যাহত। জাকার্তায় ২০১৮’র এশিয়ান প্যারা গেমস্ – এ ভারতের অতীতের রেকর্ড ছিল ৭২টি পদক জয়! 
এই অসাধারণ সাফল্য আমাদের ক্রীড়াবিদদের অনমনীয় সংকল্প ও দৃঢ়তার সাক্ষ্য বহন করে। 
অসাধারণ এইসব ক্রীড়াবিদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং প্রত্যেক ভারতবাসীর মন যাঁরা জয় করে নিয়েছেন – সেই ক্রীড়াবিদদের আমার আন্তরিক অভিনন্দন। 
তাঁদের দায়বদ্ধতা, দৃঢ়তা এবং অবিচল নিষ্ঠা সত্যিই উৎসাহজনক। 
এই অসাধারণ সাফল্য আলোকবর্তিকার মতো ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখাবে”।

PG/AB/SB