Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

এশিয়ান প্যারা গেমসে ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসে ব্রোঞ্জ জয়ের জন্য শিবরাজন এবং কৃষ্ণ নাগার-কে প্রধানমন্ত্রীর অভিনন্দন


নতুন দিল্লি, ২৬ অক্টোবর, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী হ্যাংঝাউ এশিয়ান প্যারা গেমসে ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসের SH6 বিভাগে ব্রোঞ্জ জয়ের জন্য শিবরাজন এবং কৃষ্ণ নাগার-কে অভিনন্দন জানিয়েছেন।

এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন;

“পুরুষদের ব্যাডমিন্টনে ডাবলসের SH6 বিভাগে অসাধারণ প্রদর্শন এবং ব্রোঞ্জ জয়ের জন্য শিবরাজন এবং কৃষ্ণ নাগার-কে অভিনন্দন। ভবিষ্যতে তাঁদের আরও সাফল্য কামনা করি।”

PG/AC/SKD