Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

এশিয়ান গেমস ২০২২ -এ ১০মিটার এয়ার পিস্তল ইভেন্টে মিক্সড দলের রৌপ্যপদক জয়ে প্রধানমন্ত্রী আনন্দিত


 নতুনদিল্লি, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী  হাংঝৌতে অনুষ্ঠিত এশিয়ান গেমস ২০২২ -এ ১০মিটার এয়ার পিস্তল ইভেন্টে মিক্সড দল রৌপ্যপদক জয়লাভ করায়  সরবজোত সিং এবং  দিব্যা টিএসকে অভিনন্দন জানিয়েছেন। 

এক্স পোস্টের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, 

“এশিয়ান গেমস ২০২২ -এ ১০মিটার এয়ার পিস্তল ইভেন্টে মিক্সড দল রৌপ্যপদক জয়লাভ করায়  সরবজোত সিং এবং  দিব্যা টিএস-এর জন্য আমরা গর্বিত। তাঁদের সাফল্যের জন্য আমি অভিনন্দন জানাই। তাঁদের মেধা, অধ্যবসায় এবং দলগতভাবে কাজ করার উদ্যোগ প্রশংসনীয়, যা দেশের যুবসম্প্রদায়ের কাছে অনুপ্রেরণাদায়ক।“ 

PG/CB/AS