নতুন দিল্লি, ৩ অক্টোবর, ২০২৩
চীনের হ্যাংঝাউতে এশিয়ান গেমসে পুরুষদের ১০০০ মিটার ডাবলস ক্যানোয় ব্রোঞ্জ জেতায় অর্জুন সিং ও সুনীল সিং সালামকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন:
“এশিয়ান গেমসে পুরুষদের ১০০০ মিটার ডাবলস ক্যানোয় ব্রোঞ্জ জেতায় অর্জুন সিং ও সুনীল সিং সালামকে অভিনন্দন।
অসাধারণ নিষ্ঠা এবং চমকপ্রদ ফলাফলে তাঁরা দেশকে গর্বিত করেছেন। লক্ষ লক্ষ তরুণ ভারতীয়কে নিজেদের স্বপ্ন পূরণের এবং খেলাধুলোয় আরও এগিয়ে যাওয়ার প্রেরণা যুগিয়েছেন এই দুজন।”
PG/SD/AS/
Congratulations to Arjun Singh and Sunil Singh Salam for winning the Bronze Medal in the Men's Canoe Double 1000m event at the Asian Games.
— Narendra Modi (@narendramodi) October 3, 2023
They have made the nation proud with their splendid performance and determination. They have also inspired millions of young Indians to… pic.twitter.com/5jRIpHOSMf