নয়াদিল্লি, ১ অক্টোবর, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী হ্যাংঝাউ-এ এশিয়ান গেমস-এ লং জাম্পে রৌপ্য পদক জয়ের জন্য শ্রীশঙ্কর মুরলীকে অভিনন্দন জানিয়েছেন।
এক্স হ্যান্ডেলে এক পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন :
“বিস্ময়কর লং জাম্পার শ্রীশঙ্কর মুরলীকে এশিয়ান গেমসে এই সাফল্য এবং রৌপ্য পদক জয়ের জন্য অভিনন্দন। আগামী প্রজন্মের কাছে তিনি একজন যথার্থ দৃষ্টান্ত স্থাপনকারী হিসেবে নিজেকে তুলে ধরেছেন।”
PG/MP/DM
Congratulations to the amazing Long Jumper @SreeshankarM on his resounding success and clinching the Silver medal at the Asian Games. He has indeed set a perfect example for generations to come! pic.twitter.com/pL83ah99Z9
— Narendra Modi (@narendramodi) October 1, 2023