Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

এশিয়ান গেমস-এ রেগু (কিক ভলিবল) বিভাগে ভারতীয় মহিলা খেলোয়াড়দের ব্রোঞ্জ পদক লাভের ঘটনায় আনন্দিত প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ৬ অক্টোবর, ২০২৩

 

এশিয়ান গেমস-এ মহিলাদের রেগু (কিক ভলিবল) প্রতিযোগিতায় ভারতীয় শেপক টাকর খেলোয়াড়দের সাফল্যে আনন্দিত প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

সমাজমাধ্যমে পোস্ট করা এক বার্তায় তিনি বলেছেন :

“এশিয়ান গেমস-এ মহিলাদের রেগু (কিক ভলিবল) প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জয়ের জন্য অভিনন্দন জানাই ভারতীয় শেপক টাকর দলকে! তাঁদের অসাধারণ দক্ষতা এবং অবিচল সঙ্কল্প আন্তর্জাতিক মঞ্চে আরও উজ্জ্বল হয়ে উঠেছে। এই সাফল্যের মুহূর্তটি ভারত আজ উপভোগ করছে।” 

PG/SKD/DM/