Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

এশিয়ান গেমস-এ মহিলাদের শ্যুটিং বিভাগে (50m Rifle 3 positions) স্বর্ণ পদক জয়ী সিফট কউর সামরাকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

 

এশিয়ান গেমস-এ মহিলাদের শ্যুটিং বিভাগে (50m Rifle 3 positions) স্বর্ণ পদক জয়ী সিফট কউর সামরাকে অভিনন্দিত করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। 

সমাজমাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :

“মহিলাদের শ্যুটিং বিভাগে (50m Rifle 3 positions) দেশকে স্বর্ণ পদক এনে দিয়ে এক ইতিহাস রচনা করেছেন সিফট কউর সামরা। এজন্য তিনি অভিনন্দনযোগ্য। শুধু তাই নয়, এক বিশেষ রেকর্ড স্থাপনের মাধ্যমে তিনি এক আনন্দময় পরিস্থিতিও গড়ে তুলেছেন। প্রতিটি ভারতবাসীর কাছে তিনি এক বিশেষ প্রেরণাস্বরূপ। ভবিষ্যতে তাঁর সাফল্যের জন্যও আমি তাঁকে শুভেচ্ছা জানাই।”

PG/SKD/DM