Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

এশিয়ান গেমস-এ ভারতীয় মহিলা তীরন্দাজদের ব্রোঞ্জ পদক জয়ের ঘটনায় অভিনন্দন প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ৬ অক্টোবর, ২০২৩

 

অঙ্কিতা ভকত, সিমরনজিৎ এবং ভজন কাউরকে অভিনন্দন জানাই! 

এশিয়ান গেমস-এ ভারতীয় মহিলা তীরন্দাজদের ব্রোঞ্জ পদক জয়ের ঘটনায় এইভাবেই শুভেচ্ছার মাধ্যমে তাঁদের অভিনন্দিত করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

সমাজমাধ্যমে পোস্ট করা এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :

“এশিয়ান গেমস-এ ভারতীয় মহিলা তীরন্দাজদের সাফল্য এবং স্বর্ণ পদক জয়ের ঘটনাটি সমগ্র দেশই আজ পালন করছে। অঙ্কিতা ভকত, সিমরনজিৎ এবং ভজন কাউরকে আমার অভিনন্দন। তাঁদের স্থির লক্ষ্য, দলগত নৈপুণ্য ও নিষ্ঠা উল্লেখ করার মতো।” 

PG/SKD/DM