নয়াদিল্লি, ১ অক্টোবর, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী হ্যাংঝাউ-এ এশিয়ান গেমসে পুরুষদের ১৫০০ মিটার দৌড় প্রতিযোগিতায় রৌপ্য পদক জয়ের জন্য অজয় কুমার সরোজ-কে অভিনন্দন জানিয়েছেন।
এক্স হ্যান্ডেলে এক পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন :
“তারকাখচিত সাফল্যের জন্য অভিনন্দন!
এশিয়ান গেমস-এ পুরুষদের ১৫০০ মিটার ফাইনালে অজয় কুমার সরোজের রৌপ্য পদক জয়ের জন্য আনন্দিত।
ভারতীয় অ্যাথলেটিক্সের গৌরবজনক অধ্যায়ে তাঁর এই সাফল্য উজ্জ্বল হয়ে থাকবে।”
PG/MP/DM
Applauding a stellar performance!
— Narendra Modi (@narendramodi) October 1, 2023
Glad that Ajay Kumar Saroj has won the Silver Medal in Men's 1500m Finals at the Asian Games.
His commitment to excellence has etched a glorious chapter in the Indian athletics. pic.twitter.com/Q867H081fd