Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

এন ভিত্তলের প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ


নয়াদিল্লি, ০৩ অগাস্ট, ২০২৩ 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রাক্তন সরকারি আমলা এন ভিত্তলের প্রয়াণে শোক প্রকাশ করেছেন। 
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “এন ভিত্তলজী একজন অসামান্য আমলা ছিলেন। বিভিন্ন ক্ষেত্রে ভারতের উন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গুজরাটের উন্নয়নেও তিনি বিশেষ অবদান রাখেন। এন ভিত্তলের প্রয়াণে আমি মর্মাহত। তাঁর পরিবার-পরিজন ও বন্ধুবান্ধবদের জানাই সমবেদনা। ওঁ শান্তি”!

CG/PM/SB