Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

এনএবিএইচ স্বীকৃতি পাওয়ায় এইমস নাগপুর-কে অভিনন্দন প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ১ জুন, ২০২৩

 

দেশের সব এইমসগুলির মধ্যে এইমস নাগপুর সর্বপ্রথম এনএবিএইচ স্বীকৃতি পাওয়ায় প্রধানমন্ত্রী সমগ্র দলকে অভিনন্দন জানিয়েছেন।

এইমস নাগপুরের একটি ট্যুইট সকলের সঙ্গে ভাগ করে প্রধানমন্ত্রী তাঁর ট্যুইটে বলেন :

“উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এক বিশেষ মান তৈরি করার জন্য @AIIMSNagpur -এর সমগ্র দলকে জানাই অভিনন্দন।”

CG/PM/DM/