Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

এএনআর গারুকে ভারতের এক বিশেষ গর্ব বলে অভিহিত করলেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ৭ ফব্রুয়ারি, ২০২৫

 

বিনোদন জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব শ্রী আক্কিনেনি নাগেশ্বর রাওকে ভারতের গর্ব বলে অভিহিত করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন যে শ্রী রাও-এর শৈল্পিক দক্ষতা ও নৈপুণ্য আগামী প্রজন্মগুলিকেও অনুপ্রাণিত করবে। শ্রী নাগার্জুন আক্কিনেনি ও তাঁর পরিবারবর্গের সঙ্গে মিলিত হয়ে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

সমাজমাধ্যমে শ্রী নাগার্জুন আক্কিনেনির তুলে ধরা এক মন্তব্যের প্রেক্ষিতে শ্রী মোদী তাঁর বার্তায় বলেছেন :

“নাগার্জুন গারু, আপনার সঙ্গে এবং আপনার পরিবার-পরিজনদের সঙ্গে মিলিত হতে পেরে আমি খুবই আনন্দিত। এএনআর গারু হলেন ভারতের এক বিশেষ গর্ব। তাঁর শৈল্পিক দক্ষতা ও নৈপুণ্য ভবিষ্যৎ প্রজন্মগুলিকেও অনুপ্রাণিত করে যাবে।”

 

SC/SKD/DM