Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

উৎকল দিবসে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা


নয়াদিল্লি, ১ এপ্রিল , ২০২৫

 

উৎকল দিবসে আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ওড়িশার জনসাধারণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

এক্স হ্যান্ডেলে পৃথক কতগুলি পোস্টে তিনি লিখেছেন :

“উৎকল দিবসে আন্তরিক শুভেচ্ছা !

এই দিন ওড়িশার গৌরবময় সংস্কৃতির প্রতি যোগ্য শ্রদ্ধা নিবেদনের। ওড়িশার ইতিহাস, সাহিত্য এবং সঙ্গীত নিয়ে ভারত গর্ববোধ করে। ওড়িশার জনসাধারণ কঠোর পরিশ্রমী এবং বিভিন্ন ক্ষেত্রে তাঁরা অসাধারণ কীর্তি স্থাপন করেছেন। গত এক বছরে কেন্দ্র এবং ওড়িশা সরকার রাজ্যের অগ্রগতিকে আরও এগিয়ে নিয়ে যেতে ব্যাপকভাবে কাজ করে চলেছে।”

“ଉତ୍କଳ ଦିବସରେ ହାର୍ଦ୍ଦିକ ଶୁଭେଚ୍ଛା !

ଏହି ଦିବସ ଓଡ଼ିଶାର ସମୃଦ୍ଧ ସଂସ୍କୃତି ପ୍ରତି ଏକ ଉପଯୁକ୍ତ ସମ୍ମାନ । ଓଡ଼ିଶାର ଇତିହାସ, ସାହିତ୍ୟ ଓ ସଂଗୀତକୁ ନେଇ ଭାରତ ଗର୍ବିତ। ଓଡ଼ିଶାର ଲୋକମାନେ କଠିନ ପରିଶ୍ରମୀ ଏବଂ ବିଭିନ୍ନ କ୍ଷେତ୍ରରେ ଉତ୍କର୍ଷ ହାସଲ କରିଛନ୍ତି । ଗତ ଏକ ବର୍ଷ ଧରି କେନ୍ଦ୍ର ଏବଂ ଓଡ଼ିଶା ସରକାର ରାଜ୍ୟର ଆହୁରି ପ୍ରଗତି ପାଇଁ ବ୍ୟାପକ ଭାବେ କାର୍ଯ୍ୟ କରୁଛନ୍ତି ।”

SC/AB /SG/